ইন্টারনেট কিভাবে কাজ করে

ইন্টারনেট কিভাবে কাজ করে

আসসালামুআলাইকুম। FriendsITpoint  এর পক্ষ থেকে  আপনাকে স্বাাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়ঃ ইন্টারনেট কিভাবে কাজ করে সে সম্পর্কে।  চলুন শুরু করা যাক।

ইন্টারনেট এর ব্যাবহার যে হারে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তাতে এটিকে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করার জন্য একটি ভাল বোঝাপড়া হওয়া দরকার। তাই নিচে এর সম্পর্কে  গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার চেস্টা করবো ইনশাআল্লাহ।

 

ইন্টারনেটের ঠিকানাঃ

ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নিজস্ব ঠিকানা থাকতে হবে। আইপি (IP) ঠিকানাগুলি AAA.BBB.CCC.DDD  আকারে হয়। এখানে AAA,BBB,CCC,DDD হতে হবে 0 – 255 যেকোনো পূর্ণসংখ্যা। এই ঠিকানাটি একটি আইপি (IP) ঠিকানা হিসাবে পরিচিত। যা প্রত্যেকটা কম্পিউটার কানেকশন এর জন্য আলাদা হয়। আইপি এর অর্থ ইন্টারনেট প্রোটোকল। যেমন ধরেন আপনার কম্পিউটারে আইপি 1.2.3.4 এবং অন্য কম্পিউটার আইপি 5.6.7.8 । এখানে আপনার কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগ স্থাপনকারী তৃতীয় মাধ্যমটি হচ্ছে ইন্টারনেট, আর আইপি গুলো হচ্ছে আপনার ঠিকানা। সুতরাং আপনি মনে করতেই পারেন যে আপনার কম্পিউটারটি ইন্টারনেটের সাথে সংযুক্ত এবং আপনার একটি ঠিকানা রয়েছে। আইপি সম্পর্কে এভাবে জানার পর নিশ্চয়ই ডোমেইন সম্পর্কে কিছু দুষ্টু চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে । চিন্তার কিছু নাই আমরা ডোমেইন নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ঠিকানা কি তা বুঝে ফেলেছেন।

 

 

প্রোটোকল স্ট্যাকস এবং প্যাকেটঃ

একটি কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত অন্যান্য কম্পিউটারগুলিতে কীভাবে সংযোগ করে, তা একটি উদাহরণ এর মাধ্যমে বুঝানো যাক। ধরা যাক আপনার আইপি ঠিকানাটি 1.2.3.4 এবং আপনি 5.6.7.8 কম্পিউটারে একটি বার্তা প্রেরণ করতে চান। আপনি যে বার্তাটি পাঠাতে চান তা হ’ল ”হ্যালো কম্পিউটার”। স্বাভাবিকভাবে চিন্তা করলে , বার্তাটি অবশ্যই আপনার কম্পিউটারকে যে কোনও ধরণের তারের সাথে সংযুক্ত করে তার উপরে প্রেরণ করতে হবে । এক কথায় আমরা যা বুঝি তা হলো কোনো একটা মাধ্যম। ধরা যাক আপনি বাড়ি থেকে আপনার আইএসপিতে (Internet Service Provider) ডায়াল করেছেন এবং বার্তাটি অবশ্যই কোনো ফোন লাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে। সুতরাং বার্তাটি বর্ণমালা পাঠ্য থেকে বৈদ্যুতিক সংকেতে অনুবাদ করে ইন্টারনেটে প্রেরণ করা হবে, তারপরে আবার বর্ণমালার পাঠ্যে অনুবাদ করে পৌঁছানো হয়। এটি কীভাবে সম্পন্ন হয়? এটি মুলত প্রোটোকল স্ট্যাক ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ হয়। প্রতিটি কম্পিউটারে ইন্টারনেট যোগাযোগের জন্য একটি সাধারণত কম্পিউটার অপারেটিং সিস্টেম (যেমন উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি) ব্যাবহার করা হয়।

ইন্টারনেটে ব্যবহৃত প্রোটোকল স্ট্যাকটি দুটি বড় যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে, (টিসিপি অথবা আইপি) প্রোটোকল স্ট্যাক হিসাবে রেফার করা হয়।

 

তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারি 1.2.3.4 ঠিকানা থেকে আইএসপি এর মাধ্যমে পাঠানো ”হ্যালো কম্পিউটার” শব্দটি প্রথমে বর্ণমালা পাঠ্য থেকে বৈদ্যুতিক সংকেতে অনুবাদ করে এবং পরে তা আবার বর্ণমালা পাঠ্যতে অনুবাদ করে অপর প্রান্তে আইএসপিতে সংযুক্ত অন্য 5.6.7.8 ঠিকানায় পৌঁছে যায়।
যদি পাঠানো বার্তাটি দীর্ঘ হয় তবে বার্তাটি যে স্ট্যাক স্তরটি দিয়ে যায় সেগুলি বার্তাকে ছোট ছোট ডেটাতে বিভক্ত করে। ইন্টারনেটে, তথ্যগুলির এই অংশগুলি প্যাকেট হিসাবে পরিচিত। আশা করি এখন আপনি জানেন যে প্যাকেটগুলি কীভাবে ইন্টারনেটে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভ্রমণ করে।

 

নেটওয়ার্কিং অবকাঠামোঃ

পুরা বিষয়টার জন্য প্রিয় বাংলাদেশকে উদাহরণ হিসেবে ধরা যাক। আমরা সবাই পোস্ট অফিস এবং পোস্ট ম্যান সম্পর্কে অবহিত,আসুন দেখি পোস্ট অফিস কিভাবে কাজ করে। ধরুন আপনি প্রেরক, আপনি কি করবেন?
আপনি প্রথমে একটা চিঠি লিখবেন,পরে এটি খামে ভরে যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটা খামের উপর সুন্দরভাবে লিখে একটা পোস্ট অফিস এ গিয়ে দাখিল করবেন বা জমা দিবেন। তারপর পোস্ট অফিস একজন পোস্ট ম্যান এর মাধ্যমে আপনার দেয়া সেই ঠিকানায় সেটিকে পৌঁছে দিবে যার ফলে সম্পূর্ণ প্রক্রিয়াটার সমাপ্তি ঘটবে। ইন্টারনেট মুলত এভাবেই কাজ করে, আসুন ব্যাখ্যা করা যাক।
এখানে আপনি চিঠিতে যা লিখেছেন তা হলো ডাটা। আপনি যে পোস্ট অফিস থেকে চিঠিটা পোস্ট করেছেন সেটা হল আপনার আইপি বা আপনার ঠিকানা। এই পোস্ট অফিস থেকে খামে দেয়া আপনার ঠিকানায় যে চিঠিটা পৌঁছে দেয় সে হলো পোস্ট মাস্টার আর এই পোস্ট মাস্টার ই হলো ইন্টারনেট এবং যে ঠিকানায় চিঠিটা পৌঁছানো হলো সেটা হলো আপনার সাথে সংযুক্ত আইপি অ্যাড্রেস বা ঠিকানা।

 

ইন্টারনেটে অ্যাক্সেস

এখন কথা হলো এই ইন্টারনেট ব্যবহার করতে হলে আগে আমাদেরকে ইন্টারনেটে অ্যাক্সেস করতে হবে। তাহলে কথা হলো আমরা এখন কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি? আমরা মুলত ২ ভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি।
যথাঃ

  • অপটিক্যাল ক্যাবল এর মাধ্যমে (ওয়াইফাই, মডেম, ডায়াল আপ ইত্যাদি)যেটা মুলত সাবমেরিন ক্যাবল এর মাধ্যমে বিভিন্ন দেশে সংযুক্ত। এর মাধ্যমে প্রায় ৯৯ ভাগ ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত।
  • স্যাটেলাইট এর মাধ্যমে বাকি ১ ভাগ ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত।

এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ।

বিশেষ দ্রষ্টব্যঃ যদি কারো এই বিষয়ে আরও বেশি জানার ইচ্ছে থাকে তবে এই https://www.vox.com/a/internet-maps থেকে ঘুরে আসতে পারেন।

উপস্থাপনাটি কিছুটা লম্বা হওয়ায় অন্য বাকি বিষয়গুলো নিয়ে পরের পার্ট এ আলোচনা করব।
পরের টপিক এ আমরা যা কিছু জানবোঃ
১। ইন্টারনেটের মালিক কে?
২।ইন্টারনেটের জন্য কেমন খরচ হয়?
৩।Tier 1, Tier 2 এবং Tier 3 কি?
৪।এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 

পরিশেষে, এই পোস্টটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তবেই আমরা সার্থক। ইন্টারনেট কিভাবে কাজ করে এ নিয়ে কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x