ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি একই ব্যপার?

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি একই ব্যপার?

আসসালামু আলাইকুম, ব্লগ একাডেমি (Blog Academy) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি , দুটো কি একই ব্যপার নাকি পার্থক্য আছে, ইত্যাদি বিষয়ে আমাদের আজকের আলোচনায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। পূর্ববর্তী পোস্টে আমরা অনলাইনে ক্যারিয়ার ও ফ্রিল্যান্সিং এর পার্থক্য আলোচনা করেছি।
আমরা সবসময় চেষ্টা করি সঠিক, দীর্ঘমেয়াদি উন্নতি এবং ভালো মানের একজন দক্ষতাসম্পন্ন ব্যাক্তি গড়ে উঠার কথা ভেবে | এবং যথাসম্ভব সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে আসল বিষয়টা জানানোর, যাতে করে কেউ ভুল ধারনা নিয়ে ক্যারিয়ার গড়ার চিন্তায় আর সাময়িক টাকা ইনকাম এর চিন্তায় এসে বিভ্রান্ত না হয়। আজকে আমরা আর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব।‍

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি?

আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলতে পারি যেমনঃ আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে ভাই, চাচা, আংকেল, ভাতিজা আমি আউটসোর্সিং করতে চাই আবার অনেকে বলে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, তবে বেশির ভাগই বলে আমি আউটসোর্সিং করতে চাই।
তখন আমি আসলে কি বলব ভেবে পাই না। উত্তর কি দিব? যে বা যারা জিজ্ঞেস করে থাকেন তারা হয়তো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি এর ধারনাও রাখেন না, যার জন্য জানতে চায়ঃ
  • কিভাবে ফ্রিল্যান্সিং করব?

  • আমাকে দিয়ে আউটসোর্সিং হবে কিনা?

  • ইনকাম শুরু করতে কতদিন সময় লাগতে পারে?

  • কত টাকা আয় করতে পারবো ইত্যাদি ইত্যাদি।

যাই হোক আমি তাদের দোষ দিচ্ছি না, কারন আমাদের মধ্যে যারা অনলাইন প্রফেশন এ কাজ করে থাকেন তাদের মধ্যেও অনেকেই জানে না যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি একই নাকি আলাদা দুটি বিষয়।
আর যারা এর বাইরের তারা তো ধরেই নিয়েছে দুইটাই একই জিনিস, যেকোনো একটা বললেই হয়। তবে আমার ধারনা যারা এই ব্যাপারে ভালো জ্ঞান রাখে না তাদের বেশিরভাগের কাছেই অনলাইনে কাজ আউটসোর্সিং নামেই পরিচিত।
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং একই ব্যাপার নয়। অল্প কথায় বললে একটু বুঝতে অসুবিধা হতে পারে, তাই একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো চলুন জেনে নেই বিস্তারিত।

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিংঃ ফ্রিল্যান্সিং এর মানে হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা। সে হিসেবে কৃষক, ব্যবসায়ী, আইনজীবী, এমনকি ভ্যানচালক চাচাও ফ্রিল্যান্সার। এমনকি ফ্রিল্যান্সিং বলতে শুধু অনলাইনে কাজ করাকেই বুঝায় না, অফলাইন, অনলাইন অথবা সব ধরনের স্বাধীন পেশাকেই বুঝায়।

ফ্রিল্যান্সিং এর ইতিহাস: 

বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর ইতিহাস খুব বেশি পুরানো নয়। গত তিন-চার বছরে এই পেশা বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ফ্রিল্যান্সিং-এর ধারণাটি আগে থেকেই ছিল। এর সুচনা হয়েছিল ১৯৯৮ সালে। “GURU” –সর্বপ্রথম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যা ১৯৯৮ সালে “SOFTmoonlighter.com” হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

জনপ্রিয়তার ধারাবাহিকতায় পরে Elance.com, RentAcoder.com, Odesk.com, GetAFreelancer.com, Freelancer.com, Limeexchange.com সহ আরো অনেক মার্কেটপ্লেস প্রতিষ্ঠিত হয়। ইন্টারনেটের বিস্তৃতির কারনে বাংলাদেশেও ফ্রিল্যান্সিং দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।

বর্তমানে জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোর মধ্যে ফাইভার, আপওয়ার্ক, টপটাল, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার ইত্যাদি খুবই জনপ্রিয় এবং এদের ক্লাইন্ট ও বায়ার এর সংখ্যা ও অনেক।

অনলাইন জগতে ফ্রিল্যান্সিং কি

অনলাইন জগতে ফ্রিল্যান্সিংবলতে আমরা বলতে পারি যে ইন্টারনেটের মাধ্যমে আপনি অন্যের কাজ করে দিবেন এবং কাজের বিনিময়ে নির্দিষ্ট অর্থ পাবেন। ইন্টারনেটের ব্যবহার, প্রচার, প্রসার এর কারণে এই বিষয়টা ভৌগলিক সীমারেখার বাইরে চলে গেছে। যেমন আপনি বাংলাদেশে থেকেই অন্য যেকোনো দেশের অথবা দেশেই অন্যজনের কাজ করে দিতে পারেন।

ফ্রিল্যান্সিং করার পূর্বশর্ত:

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোনো একটি বিষয়ে দক্ষতা থাকা জরুরী। তার সাথে আপনার ইন্টারনেট ব্যবহারের উপরেও ভালো জ্ঞান থাকতে হবে। তবে আপনার যদি একাধিক বিষয়ে দক্ষতা থাকে, তাহলে স্বভাবতই আপনি বড় পরিধিতে কাজ করতে পারবেন।

আপনার ক্লায়েন্টদের বেশিরভাগই হবেন অবাঙ্গালী, সুতরাং তাদের সাথে আপনার ইংরেজিতে যোগাযোগ করতে হবে। তারা Skype বা অন্য মেসেঞ্জার সার্ভিসের মাধ্যমে আপনার ইন্টারভিউ নিতে পারেন। তাই ইংরেজির ওপর ভালো দখল থাকা খুবই গুরূত্বপূর্ণ।

আউটসোর্সিং কি

অপরদিকে আউটসোর্সিং হচ্ছে কোনো একটা মাধ্যম ব্যবহার করে নিজের কাজ অন্য কারো দ্বারা কোনো চুক্তির মাধ্যমে করিয়ে নেয়া হয়। এটি হচ্ছে সেইসব ফ্রিল্যান্সারদের কাজের উৎস, যেখান থেকে বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন অংশে বিভক্ত করে বিভিন্ন মুক্ত পেশাজীবীদের কাছ থেকে ঠিকাদারী পদ্ধতিতে চুক্তিবদ্ধ করে মূল কাজটি সমন্বয় এবং সম্পন্ন করে এবং এটা একটা সাংগঠনিক প্রক্রিয়া বিদেশি এবং দেশি ঠিকাদারি উভয় আউটসোর্সিং এর অন্তর্গত।
আউটসোর্সিং
আউটসোর্সিং কি
যেমন ধরুন আপনি কোনো বড় প্রতিষ্ঠানের কাছ থেকে একটা প্রজেক্ট পেলেন তারপর আপনি আমাকে এবং এই রকম আরো কয়েক জনকে দিয়ে আপনার নেওয়া প্রজেক্ট এর কাজ করিয়ে নিলেন। এক্ষেত্রে আপনি আউটসোর্সার, আপনি করলেন আউটসোর্সিং আর আমি ফ্রিল্যান্সার, আমি করলাম ফ্রিল্যান্সিং।
তাহলে আমরা এই যতসামান্য আলোচনা থেকে বুঝতে পারলামঃ
আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং শব্দ দুটি আমরা একই জিনিস বুঝলেও, অর্থ এবং কার্যগত পার্থক্য রয়েছে। ফ্রিল্যান্সিং (Freelancing) বলতে, মুক্ত বা স্বাধীনভাবে কাজ করা আর আউটসোর্সিং (Outsourcing) বলতে নিজের কাজ কোন একটা মাধ্যমে অন্যকে দিয়ে করিয়ে নেয়া।

আউটসোর্সিং এ বাংলাদেশের অবস্থান

ইংরেজি “আউটসোর্সিং” শব্দটি সম্ভবত মার্কিন ইংরেজি শব্দগুচ্ছ “Outside Resourcing”-এর সংক্ষিপ্ত রূপ এবং এটি আমাদেরকে কমপক্ষে আশির দশকে ফিরিয়ে নিয়ে যাবে। আউটসোর্সিং বলতে কখনো কখনো এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মী হস্তান্তর করাকেও বুঝায়, কিন্তু সব সময় না। আউটসোর্সিং এর মাধ্যমে সরকারি কাজ সমুহকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দ দুটি এ দেশে অনেকের কাছেই পরিচিত। দেশের প্রচুর ওয়েবসাইট ডেভেলপার, গ্রাফিকস ডিজাইনার, রাইটার,মার্কেটার বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে সাফল্যের সঙ্গে কাজ করছেন, আবার অনেকে নতুন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে প্রবেশ করার চেষ্টা করছেন। বর্তমানে বিশ্বে আউটসোর্সিং তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে। এখানে প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। তাদের মধ্যে পাঁচ লাখ কাজ করেন মাসিক আয়ের ভিত্তিতে।

আউটসোর্সিং স্কিলসঃ

মুলত আউটসোর্সিং করতে আপনার যেকোনো বিষয়ে একেবারে এক্সপার্ট হতে হবে এমন নয় কিন্তু যে বিষয়ে কাজ করিয়ে নিবেন সে বিষয় এবং এর পারিপার্শিক অনেক বিষয় সম্পর্কে আপনার ভালো ধারনা থাকতে হবে এবং পিপল ম্যানেজমেন্ট স্কিল টা এ ক্ষেত্রে বেশি কাজে দেয়।

ফ্রিল্যান্সিং স্কিলসঃ

ফ্রিল্যান্সিং করতে আমাদের যেকোনো একটি বিষয়ে দক্ষ হতে হবে এবং এর সাথে সংযুক্ত আরো অন্যন্য বিষয় সম্পর্কে ধারনা থাকা টা প্লাস পয়েন্ট। আপনার কমিউনিকেশন স্কিল যত ভালো হবে আপনি আপনার দক্ষতা অথবা সার্ভিস সেল করে তত ভালো ইনকাম করতে পারবেন। ইনশাল্লাহ
পরবর্তী আলোচনায় আমরা কথা বলেছি  ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় ৭ টি কাজ,যা জানলে আপনি ইনকাম শুরু করতে পারবেন, ইনশাল্লাহ।
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x