SEO কত প্রকার ও কি কি এবং SEO কেন শিখবো?

SEO কত প্রকার ও কি কি এবং SEO কেন শিখবো?

আসসালামুআলাইকুম। FriendsITpoint এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো । এটি হচ্ছে  SEO কি?। ‍SEO কত প্রকার ও কি কি? । SEO কেন শিখবো?  চলুন জেনে আসি ।

SEO কি?

SEO এর পূর্ণরপ হল Search Engine Optimization.
SEO এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন (Google,Yahoo,Bing) ইত্যাদি ব্যাবহার করে কোন একটা ওয়েবসাইট থেকে বেশি পরিমাণে ভিজিটর/ট্র্যাফিক নিয়ে আসা যায়। আমরা যখন গুগলে কোন কিছু লিখে বা একটু ভালোভাবে বলতে গেলে কোন keyword লিখে সার্চ করি তখন গুগলে মূলত ১০ টি Result Show করে। আর গুগলের প্রথম পেজ এ কোন keyword এর জন্য যদি কোন ওয়েবসাইট রেঙ্কে আসে তবে আমরা বলি ওয়েবসাইট টি ভালোভাবে SEO করা হয়েছে। আমরা যদি SEO এর মাধ্যমে যে কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথম পাতায় আনতে পারি তবে, ভিজিটর পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।

SEO কেন শিখবো?

মনে করুন আপনার একটি ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইট বানানোর জন্য আপনার কোন না কোন উদ্দেশ্য রয়েছে। হতে পারে আপনি এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনার Customer দেরকে আপনার প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে অবগত করতে চান। অথবা আপনি Google Adsense, Affiliate Marketing, Blogging, Info Products,Lead Generation এর মাধ্যমে Income source Generate করতে চান। সেজন্য আপনার প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটি হল আপনার ওয়েবসাইট এর ট্রাফিক অর্থাৎ ভিজিটর বাড়ানো । আর এই ভিজিটর আপনি গুগলকে টাকা pay করেও আনতে পারেন অথবা আপনি যদি চান Organic way বা ফ্রীতে ভিজিটর নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটিকে অবশই Search Engine Friendly অর্থাৎ SEO করতে হবে। এজন্য SEO শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

SEO কত প্রকার ও কি কি?

SEO প্রধানত দুই প্রকার।
১। Organic SEO
২। Paid SEO

Organic SEO আবার দুই প্রকার ।
১। On-page SEO
২। Off-page SEO

তো আজকে এই পর্যন্তই। পরবর্তী আলোচনায় আমরা On Page SEO ও Off Page SEO নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ডিজিটাল মার্কেটিং বিষয়ক বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স আমরা এখানে শেয়ার করবো| আর আপনাদের এই পোস্টটি যদি ভাল লেগে থাকে তবে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিত্যনতুন ব্লগপোস্ট গুলি পেতে আমাদের সাথেই থাকুন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x