ডিজাইন কেন শিখবো, এবং ডিজাইনারের ক্যারিয়ার কি?

ডিজাইন কেন শিখবো, এবং ডিজাইনারের ক্যারিয়ার কি?

আসসালামুয়ালাইকুম/আদাব, Blog Academy এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ডিজাইন কেন শিখবো, ডিজাইন শিখেই বা কি হবে?  চলুন শুরু করি।

ডিজাইন কেন শিখবো, ডিজাইন শিখেই বা কি হবে?

পৃথিবীর সব কিছুই কারো না কারো গড়া ডিজাইনেরই ফল। এমনকি এই পৃথিবীও সৃষ্টিকর্তার গড়া ডিজাইন। সুতরাং বুঝতেই পারছেন ডিজাইনের পরিধি কতটা বড়।

বর্তমানে বিশ্বে ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমই  আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর জন্য অবশ্যই একজন  ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন ডিজাইনার দিয়ে পন্যের মোড়ক তৈরি করা ইত্যাদি কাজ গুলো ডিজাইনার দিয়েই করতে হবে।
 
তাই একজন ভালো ডিজাইনার হতে পারলে বর্তমান চাকরীর বাজারে আপনাকে ঘুরতে হবে না। ভালো কাজ জানলে চাকরীই আপনাকে খুজে নিবে।

ডিজাইনের ব্যবহার কোথায়?

ডিজাইনের ব্যবহার কোথায়
ডিজাইনের ব্যবহার
আমরা গুগোল, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার ইত্যাদি এসব কোম্পানিদের তো সবাই চিনি। এইসব প্রতিষ্ঠানে চাকরী করার অনেকে স্বপ্নও দেখি। এসব প্রতিষ্ঠানে যারা চাকরী করেন, তাদের বিভিন্ন সেক্টরে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে ডিজাইন সেক্টর আছে। যেখানে ডিজাইনাররা ওয়েব ডিজাইন, বিজ্ঞাপন ডিজাইন, লোগো ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন সহ যাবতীয় ডিজাইনের কাজ নিয়ন্ত্রন করে থাকেন। সুতরাং এসব প্রতিষ্ঠানে জব করারও সুযোগ আছে আপনি যদি অনেক বেশি ক্রিয়েটিভ আর দক্ষ হয়ে থাকেন।

এছারাও ছোট বড় সব কোম্পানিতেই সাধারণত ডিজাইনাররা অনেক ভুমিকা রাখে। তাদের দক্ষতা অনুযায়ী তারা কোম্পানীকে আরও আকর্ষনীয় করে তোলে।

এরপর আসুন গার্মেন্টস সেক্টরে, সাধারনত আপনার পরনের শার্ট, প্যান্ট, শাড়ী, থ্রিপিস, টি-শার্ট ইত্যাদি সব পোশাক-আশাক কোন না কোন ডিজাইনারের ক্রিয়েটিভিটির ই ফল।

এছারাও বুক কভার, ফ্লায়ার, বিল বোর্ড, দোকান, পেইন্টিং, আর্ট, পার্সোনাল কার্ড, বিজনেস কার্ড, শিক্ষার্থী আইডি ছারাও বাড়িঘর, ফ্লাট, রিসোট, পার্ক ইত্যাদির ডিজাইনও ডিজাইনাররাই করে থাকে।

সুতরাং বুঝতেই পারছেন ডিজাইনারদের কার্যপরিধি কতটা বড়। তবে এই সেক্টর গুলোতে অনেক বেশি লোকও কাজ করে। তাই এই সেক্টরে টিকে থাকতে আপনার দক্ষ হয়ে ওঠা অনিবার্য।
যেমন বাজারে গিয়ে দেখি খারাপ ডিজাইনের শার্টটা, শাড়ীটা, থ্রিপিসটা সবার শেষে বিক্রি হয় আবার কখনো কখনো দোকানের সেলফ এই এর যায়গা হয়। তেমনি আপনি যদি এমন মানের ডিজাইনার হয়ে থাকেন তবে সার্ভিস সেল একটু দেরিতে বা না হওয়ার সম্ভাবনাও থাকে।

সুতরাং বুঝতেই পারছেন, যদি আপনি ডিজাইন শিখেন তাহলে আপনার কার্যপরিধি সর্বত্র।

আজকে এইটুকুই শেষ করি, এরপর আমরা জানবো গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) কি, একজন গ্রাফিক্স ডিজাইনার(Graphic Designer) কি কি কাজ করে? আমাদের এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x