চ্যাট জিপিটি (Chat GPT) কি, চ্যাট জিপিটির সুবিধা ও অসুবিধা

চ্যাট জিপিটি (Chat GPT) কি, চ্যাট জিপিটির সুবিধা ও অসুবিধা

আসলামুআলাইকুম, Blog Academy তে লিখছি আমি কামরুজ্জামান রিফাত। আমরা আজকে আলোচনা করবো চ্যাট জিপিটি কি,এবং চ্যাট জিপিটির সুবিধা ও অসুবিধা গুলো সম্পর্কে।

চ্যাট জিপিটি একটি অত্যাধুনিক ভাষা মডেল। যা ওপেন এ আই (OpenAI) দ্বারা তৈরি করা এক ধরনের চ্যাট বট। এটি ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে সমস্যার সমাধানে সাহায্য করতে পারে।  

এটি ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্ন করতে পারেন এবং এর উত্তর পেতে পারেন। সাথে সাথে তাদের সমস্যার সমাধান পেতে পারেন। চ্যাট জিপিটি আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারে । যেমন, প্রযুক্তি সমস্যার সমাধান, বিজ্ঞান ও স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ, শিক্ষামূলক প্রশ্ন এবং নিউজ উপাত্ত তৈরি। 

চ্যাট জিপিটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই বিষয়টি সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে তুলে ধরার চেস্টা করব, ইনশাআল্লাহ।

চ্যাট জিপিটি কি?

ChatGPT এর পূর্ণরূপ হলো Generative Pre-trained Transformer (জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার)। চ্যাট জিপিটি একটি স্বয়ংক্রিয় চ্যাট বট। যা মানুষের সাথে কথা বলতে পারে এবং মানুষের মতো উত্তর দিতে পারে। এই জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার ব্যবহারকারীদের একসাথে মেসেজ, ছবি, ভিডিও ক্লিপ এবং অন্যান্য ফাইল সহজেই পাঠাতে পারে। এটি একটি বড় ডেটাসেট ব্যবহার করে বাংলা এবং ইংরেজি ভাষার অনেক ধরনের সমস্যার জন্য সমাধান খুঁজে দিতে পারে। যেমন, ভাষাবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান

চ্যাট জিপিটির ইতিহাস 

চ্যাট জিপিটি (ChatGPT) AI নেটওয়ার্ক ভিত্তিক ভাষা মডেল, যা OpenAI দ্বারা তৈরি করা চ্যাট বট। এটি স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি এলন মাস্কের সহযোগিতায় ২০১৫ সালে প্রথম প্রকাশ করে।

এই চ্যাট জিপিটি মডেলটিতে রয়েছে অনেক শব্দভাণ্ডার,তথ্য, এর যথাযথ প্রয়োগ এবং  বাস্তবসম্মত জ্ঞান। এই সকল তথ্যের ভিত্তিতে একটি বিশাল ডেটাসেট হিসেবে তৈরি করা হয়েছে চ্যাট জিপিটি। এটি প্রথমে একটি স্পেসিফিক কাজের জন্য তৈরি করা হয়েছিল। পরে চ্যাট জিপিটি প্রথম বাণিজ্যিকভাবে ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল এবং তারপর থেকে এটি বিশ্বব্যাপীভাবে ব্যবহৃত হয়ে আসছে। 

এর পরে, বিল গেটসের মাইক্রোসফ্ট কোম্পানি এটিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে। এবং চ্যাট জিপিটি একটি প্রোটোটাইপ হিসাবে ২০২২ সালের ৩০ নভেম্বর চালু হয়। এর অফিসিয়াল ওয়েবসাইট হয় chat.openai.com। 
OpenAI এর CEO অল্টম্যানের মতে, এটি এখন পর্যন্ত ২০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে। এবং ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।

চ্যাট জিপিটি কিভাবে কাজ করে?

চ্যাট জিপিটি কিভাবে কাজ করে
চ্যাট জিপিটির কাজ

এতক্ষণ আমরা জেনেছি চ্যাট জিপিটি কী? এবার আমরা জানবো এটি কি ভাবে কাজ করে। জিপিটি  ইন্টারনেটে পাওয়া টেক্সট ডাটাবেস থেকে তথ্য গ্রহণ করে কাজ করে। ইন্টারনেটে থাকা আর্টিকেল, ওয়েব পেজ, ওয়েব টেক্সট, বই, উইকিপিডিয়া সহ বিভিন্ন সোর্স থেকে এই চ্যাট জিপিটি প্রায় ৫৭০ জিবির বেশি ডাটা সমৃদ্ধ একটি শক্তিশালী নেটওয়ার্ক।

শুধু তাই নয় এই চ্যাট জিপিটির চ্যাট বটে রয়েছে ৩০০ বিলিয়ন এর ও বেশি শব্দের ভাণ্ডার। এটি একটি বাক্যের পরবর্তী শব্দটি কী হওয়া উচিত তা অনুমান করতে পারে খুব সহজেই।

চ্যাট জিপিটি সাধারণত প্রশ্নের জন্য সর্বোচ্চ উপযুক্ত উত্তর খুঁজে বের করে দেয় এবং প্রশ্নের কোনও সংশ্লিষ্ট সমস্যা না থাকলে তা উপস্থাপন করে। চ্যাট জিপিটির কাজ হল ব্যবহারকারীর সাথে চ্যাট করে প্রশ্ন এবং উত্তর করা।এটি একটি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে, যা সমস্ত উপস্থিত ডেটা অ্যানালাইজ করে এবং সেটিকে শিখতে থাকে। 

এর পর এটি উপযুক্ত উত্তর তৈরি করতে শুরু করে এবং তা আপনার প্রশ্ন বা বাক্যের সাথে সম্পর্কিত হওয়া সম্ভব সর্বোচ্চ মানের উত্তর সরবরাহ করে। 

আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করেন হোয়াট ইস চ্যাট জিপিটি?( What is chat GPT?) সে তার যথোপযুক্ত নির্ভুল উত্তর দেবে। উত্তরটি যদি কোনও কারণে ভুল হয় তাহলে পুনরায় প্রশ্নের সঠিক উত্তরটি সিস্টেমে ইনপুট করে দেয়। ফলে চ্যাট জিপিটির জ্ঞানের ভাণ্ডার ক্রমশ বাড়তে থাকে। পরবর্তীকালে যেকোনো প্রশ্নের উত্তর আরও দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে সে।

চ্যাট জিপিটি উদাহরণ

আমরা চ্যাট জিপিটি কী? এবং এটি কি ভাবে কাজ করে তা জেনেছি । এবার আমরা কিছু উদাহরণ এর মাধ্যমে চ্যাট জিপিটি সম্পর্কে পূর্ণ ধারনা পাব।

১) অনেকের ক্ষেত্রে কোডিং লেখা খুব ঝামেলার কাজ। আবার কেউ কেউ আছে ভয়ে কোডিং এর ধারে কাছে যেতে চায় না, তাদের জন্য সহজ সমাধান হলো chatGPT.   

আপনি একবার chatGPT কে হুকুম করলেই দেখবেন যাদুর মতো সব হয়ে যাচ্ছে।   

যেমন আপনি লিখলেন,”ফাইল ১ নাম দিয়ে শুরু করে, একটি ফোল্ডারের সমস্ত ফাইলের নামকরণের জন্য পাইথনে কোড লিখুন। ChatGPT তা সহজে লিখে দিতে পারে। 

২) আপনার বাচ্চাদের গল্প শুনিয়ে ঘুম পারাতে হয়। আপনার শয়নকালের গল্পগুলি মনে নাই,অথবা আপনার বাসায় বৃদ্ধ-বৃদ্ধরা নাই যে আপনার বাচ্চাদের গল্প শুনিয়ে ঘুম পারাবে। এখন আপনি যদি মনে করেন যে শুধুমাত্র বৃদ্ধরাই  গল্পে পারদর্শী, তাহলে আপনার ধারণা ভুল প্রমান করে দিবে ChatGPT। এটি অর্থাৎ ChatGPT  আপনাকে সহজ শব্দভান্ডার থেকে সাজিয়ে গুছিয়ে শিশুতোষ গল্প উপহার দিতে সক্ষম । এখন আপনার কাজ হলো শিশুদের সামনে গল্প গুলো পড়ে শুনানো। ChatGPT ব্যাবহারের মাধ্যমে গল্প বানিয়ে বলার ঝামেলা থেকে আপনি পেয়ে গেলেন ছুটি।  

৩) আপনার বন্ধু অনেক ভালো কবিতা লিখে আপনার একটা কবিতা লিখার শখ হল, আপনি কবি ChatGPT দিয়ে সহজেই নিদিষ্ট বিষয়ে লিখে ফেলতে পারেন একটা সম্পূর্ণ কবিতা।

একটু মজা করলাম আরকি।

যেমন আপনি লিখলেন,”আমার বাংলাদেশ” নাম দিয়ে শুরু করে, একটা কবিতা লিখুন। ChatGPT তা সহজে লিখে দিতে পারে।  

 চ্যাট জিপিটির সুবিধা 

চ্যাট জিপিটির সুবিধা
চ্যাট জিপিটির সুবিধা

ChatGPT একটি সম্পূর্ণ অনলাইন চ্যাট সিস্টেম এবং আধুনিক ভাষা মডেল, যা মানুষের সাথে কথা বলতে সক্ষম এবং সমস্যা সমাধান করতে পারে।    

এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে কাজ করে। এটি নির্দিষ্ট প্রশ্ন, ও প্রশ্ন কারীদের সাথে অনুসন্ধান মূলক প্রশ্ন সম্পর্কিত সকল উত্তর সরবরাহ করতে সক্ষম।    

এটি নিম্নলিখিত সুবিধাগুলি উপস্থাপন করেঃ

  • এটি একটি নিরাপদ প্ল্যাটফর্মঃ চ্যাট জিপিটি একটি নিরাপদ ও সুরক্ষিত চ্যাটিং এপ্লিকেশন। যা আপনার ব্যক্তিগত তথ্যগুলি সংরক্ষণ করে।
  • এটি বিভিন্ন ভাষায় তৈরিঃ চ্যাট জিপিটি আন্তর্জাতিক চ্যাটিং সিস্টেম, যা বিভিন্ন ভাষায় তৈরি। 
  • চ্যাট জিপিটি একটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য সিস্টেমঃ চ্যাট জিপিটি বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং এটি ব্যবহার করতে খুব সহজ।
  • ভাষা সমস্যার সমাধানঃ চ্যাট জিপিটি আপনাকে ভাষা সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। যেমন, আপনি চ্যাট জিপিটি সাথে কথা বলে আপনার ভাষার উচ্চারণ, বানান ও বাক্য গঠন নির্দেশ করতে পারেন।
  • জ্ঞান ও সংগ্রহঃ চ্যাট জিপিটি বিভিন্ন বিষয়ে তথ্য দিতে পারে এবং একইসাথে প্রশ্নের সাথে জবাব প্রদান করতে পারে। এটি আপনার জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে।
  • ক্রিয়েটিভ লেখাঃ চ্যাট জিপিটি আপনাকে ক্রিয়েটিভ বিভিন্ন লিখা লিখতে  সহায়তা করতে পারে।

চ্যাট জিপিটির অসুবিধা

ChatGPT কথা বলার জন্য একটি স্বতন্ত্র এবং স্বচ্ছ প্ল্যাটফর্ম । যা একটি স্ক্রিনের মাধ্যমে ব্যবহারকারীরা বার্তা পাঠাতে এবং গ্রুপ চ্যাটে যোগ দেওয়ার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে। তবে কিছু অসুবিধা এবং সীমাবদ্ধতা এর মাঝে থেকেই যাবে, সেগুলো হলোঃ

  • অসম্পূর্ণ উত্তরঃ চ্যাট জিপিটি একটি মেশিন লার্নিং বেস বট যা আপনাকে সব সময় স্বয়ংক্রিয় উত্তর নাও দিতে পারে। কিছু কিছু প্রশ্ন জটিল হওয়ার কারণে এটি সঠিক উত্তর অসম্পূর্ণ হতে পারে। 
  • অপদক্ষতাঃ চ্যাট জিপিটি একটি মেশিন তাই এটি মানুষের মত দক্ষ নয়। তাই জ্ঞানের ব্যবহার এবং বুদ্ধিমানতার সীমার রয়েছে।  


উদাহরণস্বরূপঃআমার বাংলাদেশ কবিতা লিখ” কমান্ড দিলাম কি কবিতা লিখে দিলো আপনি নিজেই দেখেন।

একটি মেঘ আসে ঝড়ে,

পৃথিবী ভেঙ্গে পড়ে।

আবার সূর্য উঠে আসে,

সবাই হাসি খুশি করে।

আমার বাংলাদেশ মায়ের সোনার বাংলা,

সবার মনের প্রিয় দেশ বাংলাদেশ।

সবাই আমাদের শান্তি চাই,

সবাই চাই একতা সমানতায়।

বাংলাদেশে তারা উজ্জ্বল করে,

সবার প্রিয় জনগন পরিবেশে।

বাংলাদেশ হল জন্মভূমি,

সবার হৃদয়ে প্রিয় বাংলাদেশ।

বাংলাদেশে ভালোবাসা আছে,

সবাই একসাথে আছে একতায়।

বাংলাদেশে মেলা জাতি থাকে,

সবাই প্রিয় এক সমান ভাই।

আমার বাংলাদেশ মায়ের সোনার বাংলা,

সবার মনের প্রিয় দেশ বাংলাদেশ।

সবাই আমাদের শান্তি চাই,

সবাই চাই একতা সমানতায়।

হা হা দেখেন তো কি বলে এসব। আসলে চ্যাট জিপিটি দিয়েই যে সবকিছু ঠিকঠাক করবেন তা কিন্তু নয়। অবশ্যই আপনার নিজেকে যাচাই বাছাই করেই নিতে হবে। আর বাংলা ভাষার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা পোহাতে হয়, তবে ইংরেজিতে ভালো ফলাফল দেয়।

  • সংক্ষিপ্ত উত্তরঃ চ্যাট জিপিটি একটি অটমেটিক কথা বলার মেশিন বলা যেতে পারে। যা সম্পুর্ন রোবটিক সিস্টেম এবং যার ফলে উত্তরগুলো সম্পূর্ন নাও হতে পারে।
  • চ্যাট জিপিটি সিস্টেম সমস্যাঃ কোন কোন সময় আপনার মেশিন লার্নিং সিস্টেম নষ্ট হতে পারে এবং আপনার করা পূর্ববর্তী চ্যাট ডেটা হারিয়ে যেতে পারে।
  • সার্ভার অফলাইনঃ কিছু কিছু সময় চ্যাট জিপিটি সার্ভার অফলাইন হতে পারে যা চ্যাট জিপিটি ব্যবহারকারীদের সমস্যা সৃষ্টি করতে পারে। 

শেষ কথা

পরিশেষে, বলতে পারি প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার আমাদের নিত্যদিনের জীবনধারণের গতিবিধি পরিবর্তন করেছে এবং আমাদের সবকিছু সহজলভ্য করে তুলেছে। এখন প্রযুক্তির উপর নির্ভর হয়ে পড়েছে পুরো পৃথিবী। এই ব্লগের মাধ্যমে আমরা চ্যাট জিপিটি কী? এটির সুবিধা ও অসুবিধা, এবং চ্যাট জিপিটি কিভাবে কাজ করে যথাযথ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যা আপনাদের উপকারে আসবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
kurtköy escort

Nice post. I learn something totally new and challenging on websites

1
0
Would love your thoughts, please comment.x
()
x