ডিজাইন কি?। ডিজাইন বলতে কি বুঝায়?

ডিজাইন কি?। ডিজাইন বলতে কি বুঝায়?

Blog Academy এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ।  

আমাদের আজকের আলোচনার বিষয় ডিজাইন কি?
আমরা মুলত প্রত্যেকটি জিনিস শুরু থেকেই শুরু করতে চাই এবং আপনাদেরও যা শিখবেন তা শুরু থেক শেখার জন্য অনুরোধ রইলো।
ছোট্র একটা গল্প শেয়ার করি, একদিন রাস্তায় দাঁড়িয়ে বহু সংখ্যক লোক মিছিল করছিলো। তাদের স্লোগান ছিল মানি না, মানবো না। রাস্তার পাশে থেকে আমি হঠাৎ একজনকে জিজ্ঞেস করলাম, আসলে বিষয়টা কি ভাই? এছারা আপনারা মানেন না?
লোকটির জবাব  ছিলো রীতিমত অবাক করার মত, তিনি বলে উঠলেন, “জানি না জানি না”

আসলে আমরা প্রায়শই এই ধরনের ভুলগুলো করে থাকি এবং এমন কিছু নিয়ে কাজ করি যার রুট সম্পর্কে আমরা জানি না। তাই আমাদের প্রয়াশ আপনাদের ধাপে ধাপে ডিজাইন সম্পর্কে আলোকপাত করবো যা হতে পারে আপনার সাফল্যের গাইডলাইন।

এর মধ্যে ধাপে ধাপে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) এবং এনিমেশন নিয়ে আলোচনা করা হবে।

ডিজাইন কি?(What is Design)

ডিজাইনঃ ডিজাইন এর বাংলা অর্থ নকশা করা। অর্থাৎ কোন কিছুর উপর বা কতগুলো বস্তু একত্রে করে সাজানোর কৌশল ই মুলত ডিজাইন।

আরো সহজ ভাষায় বলতে গেলে, ধরুন কোন একটি ফাকা ঘরকে আপনাকে সাজাতে বলা হল। আপনি খাট, চেয়ার, টেবিল, ফুলের টব, ফ্যান, লাইট ইত্যাদি দিয়ে ঘরকে সাজালেন। আপনার সাজানোর পর ঘরে যে চিত্র দেখতে পাচ্ছেন, মুলত এটাই ডিজাইন।

ডিজাইন সাধারণত দুই ধরনের হয়ে থাকেঃ

ডিজাইনের ধরন
ডিজাইনের ধরন
  • এলিমেন্টস
  •  ইকুইপমেন্ট

(১) এলিমেন্টসঃ সাধারনত ইলেকট্রনিক ডিভাইস দিয়ে গঠিত ডিজাইনসমূহ এলিমেন্টস টাইপের। ধরুন, আপনি কম্পিউটারের মাধ্যমে একটি পতাকা আঁকলেন, তাহলে এটিই হবে এলিমেন্টস টাইপ। এটি মুলত সফটওয়্যারের মাধ্যমে কাজ করে। তাই এটি সফটওয়্যার টাইপের ।

এলিমেন্টস টাইপের মধ্যে রয়েছে – কালার, সেপ, টেক্সট, স্পেস, লাইন ইত্যাদি।

(২) ইকুইপমেন্টঃ সাধারণত আমদের দ্বারা হাতে আঁকানো ডিজাইন সমুহ এর আওতায় পরে। ধরুন আপনি খাতায় একটি বাড়ি আঁকলেন, এই ডিজাইনটি  তাহলে ইকুইপমেন্ট টাইপের । আর এটি হার্ডওয়্যার টাইপ।

পরবর্তী আর্টিকেলে আমরা ডিজাইনের ক্ষেত্র ও ডিজাইন কেন শিখব তা জানব। ধন্যবাদ সবাইকে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x